ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বাঙালির উৎসবে পরিণত শারদীয় দূর্গোৎসব -জেলা প্রশাসক

%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%aaএম.এ আজিজ রাসেল :::

বাঙালির উৎসবে পরিণত হয়েছে শারদীয় দূর্গোৎসব। সার্বজনীন এ উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে সবাই। নেই কোন বাঁধা, নেই কোন চিন্তা। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার পথে ৫ দিন ব্যাপী দূর্গাপূজা। ১০ অক্টোবর সন্ধ্যায় শহরের বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এসব কথা বলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মোঃ আবদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রণজিত দাশ, সহ-সভাপতি রতন দাশ, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, নির্বাহী সদস্য বলরাম দাশ অনুপম, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, কক্সবাংলার সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত ও কৃঞ্চনান্দাম পূজা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত সেন বিশু। এর আগে জেলা প্রশাসক ব্রাক্ষ্মণ মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পাঠকের মতামত: