ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় দরিদ্র পরিবারকে বসতভিটা উচ্ছেদে হামলা, দু’সহোদর গুরুতর আহত

ssজহিরুল আলম সাগর, চকরিয়া:

চকরিয়ায় দরিদ্র পরিবারের বসতভিটা উচ্ছেদে হামলা চালিয়েছে জবর দখলকারীরা। হামলা ও দখলে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছে দু’সহোদর। স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল হতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ৭অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইসলামনগর এলাকায় ঘটেছে এঘটনা।

অভিযোগে জানাগেছে, ইসলামনগর এলাকায় দীর্ঘদিন ধরে বসতবাড়ি স্থাপন করে বসবাস করে আসছেন সোলতান আহমদের পুত্র আবদুল নবী গং। তাদের বসতভীটার ওই জমি জবর দখলের চেষ্টা চালায় একই এলাকার আবদু শুক্কুর, তার ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযুক্ত সন্ত্রাসী রিদুয়ান (ইরান) এর নেতৃত্বে ৫/৬জনের একদল সশস্ত্র বাহিনী। হামলায় বাধা দিতে গিয়ে আহত হয়েছে বাড়ি মালিক আবদুল নবী (৪০) ও তার ভাই এয়াকুব নবী (৩৫)। তাদের বসতবাড়িতে ব্যাপক ভাংচুরের এক পর্যায়ে আবদুুল নবীর একটি গরু বিক্রির জমা রাখা নগদ ১৫ হাজার টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে আহতদের অবস্থা আশংখাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এনিয়ে মামলার প্রস্তুতি নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানাগেছে।

পাঠকের মতামত: