ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বদরখালী সমিতির নির্বাচনে ভোট গণনায় কারচুপি, পরিচালক পদে ২ ভোট ব্যবধানে টিটু পরাজিত

badorkhali-somityবিশেষ প্রতিবেদক,চকরিয়া:

নির্বাচন বন্ধের উড়ো কথা আর শংকার মাঝে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে  দক্ষিন এশিয়ার বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও সুন্দর পরিচালনায় এ নির্বাচন হলেও ভোট গণনার শেষ দিকে নির্বাচনে সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন টিটু কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। বদরখালীর অনেক ভোটার ও সাধারন মানুষের সাথে কথা বললে তারা জানান- একটি প্রভাবশালী মহল রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে অবৈধ টাকার বিনিময়ে ভোট গননা ও সীল চিহ্ন নির্ধারণের সময় কতিপয় কর্মকর্তা সুকৌশলে জসিম উদ্দিন টিটুকে হারিয়ে দেওয়া হয়েছে।

         চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল করিম এর অক্লান্ত পরিশ্রম ও প্রশ্নাতীত স্বচ্ছতার মাঝেও শুধুমাত্র নির্বাচনে ভোট গণনায় দায়িত্বে থাকা সহকারী (দাগকাটা) কর্মকর্তাদের সুক্ষè কারচুপির মাধ্যমে ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থীকে মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়ে ‘বিদ্যুতিক বাল্ব’ প্রতীককে বিজয়ী ঘোষনার অভিযোগ তুলেন প্রার্থী আ’লীগ নেতা টিটু। গতকাল ৬অক্টোবর সাংবাদিকদের সাথে আলোচনাকালে এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, উপজেলা কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভুমি তাদের নিজ দায়িত্বে ভোটগুলো পুনরায় গণণা করলে এর সত্যতা পাবেন। জসিম উদ্দিন টিটু সদস্য পদে তার ভোটগুলো পুনঃরায় গনণা করার জন্য দাবী জানান। উল্লেখ্য যে গতকাল ফলাফল বিবরনিতে বিদ্যুৎবাল্ব প্রতীকের আব্দুল আজিজ’কে দেখানো হয় ৩৩৪ ভোট এবং মোমবাতি প্রতীকের জসিম উদ্দিন টিটু’কে দেখানো হয় ৩৩২ ভোট। ##

পাঠকের মতামত: