ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ ভবনের জায়গা জবর দখলে নিতে পাহাড় কেটে সাবাড়, পরিষদ ভবন ঝুঁকিতে!

fffমোস্তফা কামালঃ বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের জায়গা জোর পূর্বক দখলে নিতে পরিষদের উচু পাহাড় কেটে সাবাড় করে সরকারী জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ হাতে নিয়েছে এলাকার দখলবাজ বাজার কমিটির সদস্যরা।

এতে করে নির্বিচারে পরিষদ ভবনের জায়গার পাহাড় কাটায় এলাকার পরিবেশ ভারী বিপর্যয় সহ ইউনিয়ন পরিষদ ভবনটি ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখাযায়, পরিষদ ভবনের উত্তর পাশের্^ পরিষদের জায়গার উচু মাটি কেটে সমতল করা হয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বগাইছড়ি কমিউনিটি সেন্টার বাজার কমিটির সভাপতি এরশাদুর রহমানের নেতৃত্বে পরিষদের জায়গায় এসব কাজ করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, পরিষদের জায়গায় দখল ও মাটি না কাটতে বাজার কমিটিকে আমি বাধা দিয়েছিলাম, কিন্তু বাজার কমিটির লোকজন আমার বাধা উপেক্ষা করে এসব কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: