ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

হামলার শঙ্কায় ভারতের ৬টি রাজ্যে জরুরি অবস্থা

homeভারতের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান ভূখণ্ডে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের সেনাও রয়েছে। শনিবারও সীমান্তে গোলাগুলি হয়েছে। এবার পাকিস্তান থেকে সম্ভাব্য হামলায় শঙ্কায় এখন থেকেই ছয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে ভারত। রাজ্যগুলি হলো দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিমানবন্দর, শিল্প এলাকা, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনাসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং জনাকীর্ণ স্থানগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মহরাষ্ট্র ও গুজরাটে হামলা হতে পারে বলে শঙ্কা করছে ভারত।

 

 

পাঠকের মতামত: