ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় শারদীয় দুর্গোৎসব পালনে পুলিশ নিরাপত্তা বলয় তৈরী করবে -এএসপি

picture-chakaria-28-09-2016এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) চকরিয়া সার্কেল কাজী মো.মতিউল ইসলাম বলেছেন, আগামী ৭ অক্টোবর চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গোৎসবে অনাকাংখিত ঘটনা এড়াতে নিচ্ছিদ্্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। পুলিশ আনসারের সমন্বয়ে মন্দির ভিত্তিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে পৃথক টিম গঠন করা হচ্ছে। সাথে থাকবে মোবাইল ও মনিটরিং টিম। উপজেলা পরিষদের নেতৃবৃন্দকেও প্রতিটি মন্দির কমিটির সাথে মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহিৃত করে প্রশাসনকে জানাতে হবে।

বুধবার সকাল ১১ টায় চকরিয়া থানা পুলিশের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম। এসময় বিভিন্ন বিষয়ের আলোকে মতামত দেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এম.আর চৌধুরী, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা পূজা কমিটির সভাপতি টিটু বসাক, পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা সুজিত দাশ, শুধাংশু সুশীলসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও নেতৃবৃন্দরা।###

পাঠকের মতামত: