ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে -পুলিশ প্রশাসন

zzএম.এ আজিজ রাসেল :::

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনমিয় সভা করেছে জেলা ও পুলিশ প্রশাসন। ২৬ সেপ্টেম্বর সোমবার পৃথক ভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানানো হয়। পূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয় উক্ত সভা থেকে। দুপুর ১২টায় জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মোঃ আবদুর রহমান, ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শরাফত ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ বিভিন্ন উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ। অন্যদিকে বিকেল ৩টায় পুলিশ প্রশাসনের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। এতে বক্তব্যে রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট আমজাদ হোসেনসহ বিভিন্ন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: