ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নিরাপত্তাহীনতায় ডুলাহাজারা সাফারী পার্কে পর্যটককে মারধর করে টাকা-মোবাইল লুট

mail-google-comমোস্তফা কামাল, ডুলাহাজারা :::

কক্সবাজারারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ৪জন পর্যটককে মারধর করে তাদের টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে দুর্বিত্তরা । ফলে নিরাপত্তাহীন পড়েছে পার্কে আগত হাজার হাজার দর্শনার্থী।

গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর ) দিন দুপুরে ঘটেছে এ ঘটনা। স্থানীয়রা জানান, এ দিন কক্সবাজারের রামু উপজেলার চা-বাগান এলাকার বাসিন্দা ও কক্সবাজার সরকারী কলেজের শিক্ষার্থী আবুল কালাম ও মোহাম্মদ হামিদ তারা দু’জন তাদের বান্ধবীদের নিয়ে ডুলাহাজারা সাফারী পার্ক পরিদর্শনে আসে। তারা পার্কের ভেতর পূর্ব দিকে ১০ তলা টাওয়ার সংলগ্ন রাস্তায় পৌছলে আগে থেকে উৎপেতে থাকা ডুলাহাজারা কলেজের ১ম বর্ষে পড়–য়া বখাটে ছাত্র সালাহ উদ্দিন, জুয়েল, শহিদ ও রবি সহ আরো কয়েকজন মিলে সাফারী পার্ক পরিদর্শনে আসা আবুল কালাম ও হামিদ এর বান্ধবীদের উপর হামলা দিয়ে তাদের ছিলন্তাহানী করে। এতে কালাম ও হামিদ বাধা দিলে অভিযোক্তরা তাদের ব্যাপক মারধর করে তাদের কাছে থাকা ৩ হাজার টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাফারী পার্কের কর্মচারীরা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার ও অভিযোক্ত ডুলাহাজারা কলেজের ছাত্রদের আটক করে। সাফারী পার্ক কর্তৃপক্ষ আটককৃতদের পুলিশে না দিয়ে রহস্যজনক ভাবে স্থানীয় সাহাব উদ্দিন নামের এক আওয়ামীলীগ নেতার হাতে তুলে দেন। আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন সাফারী পার্কের নাম ভাঙ্গীয়ে আটককৃত প্রত্যেক জনকে দুই হাজার টাকা করে জরিমানা করে তাদেরকে ছেড়ে দেন। স্থানীয়রা আরো জানান, পার্কের ভেতর এর আগেও এ ধরনের শত-শত ঘটনা ঘটেছে। কিন্তু সাফারী পার্ক কর্তৃপক্ষ দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে কোন উদ্দ্যোগ নিচ্ছেনা। ফলে পার্কে দিন দিন এ ধরণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। জানতে চাইলে পার্কের বিট কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, আমি ছুটিতে ছিলাম, কাল নাইটে আসছি। এ বিষয়ে আমি অবগত নয়।

পাঠকের মতামত: