ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় শহরকে যানজট মুক্ত করতে কিচেন মার্কেট অগ্রণী ভুমিকা রাখবে -জাফর

chakaria-paura-saba-25-9-16জহিরুল আলম সাগর, চকরিয়া:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানজটমুক্ত রাখা, মনোরম পরিবেশে পার্কিং সুবিধা, প্রশাসনিক নিরাপত্তা বলয়ে সুন্দর পরিবেশে কেনাকাটা করার চকরিয়াবাসির দীর্ঘ প্রত্যাশা ‘চকরিয়া পৌর কিচেন মার্কেট’ চকরিয়ার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে গতকাল ২৫সেপ্টেম্বর দুপুর ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। টার্মিনালের প্রেট্টোল পাম্প সংলগ্ন এলাকায় মাছ মাংস সহ যাবতীয় তরি তরকারি পাইকারী ও খুচরা বিক্রির বিরাট কাচাঁবাজার উদ্বোধনের পর হরধমে বিক্রয় শুরু হয়েছে।

পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ইলিয়াছ। উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম (বিএ অর্নাস এমএম), বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজ আহমদ, চকরিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ¦ সেলিম উল্লাহ এমএ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির। চকরিয়া পৌর সচিব মাসউদ মোর্শেদের সার্বিক ব্যবস্থাপনায় ও বিল্ডিং নির্মাণ ইন্সপেক্টর রাজিফুল মোস্তফা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর যথাক্রমে (ওয়ার্ড ভিত্তিক) মছুদুল হক মধু, রেজাউল করিম, বশিরুল আইয়ুব, জাফর আলম কালু, ফুরকানুল ইসলাম তীতু, জিয়াবুল হক, জামাল উদ্দিন, মুজিবুল হক মুজিব, নজরুল ইসলাম, মহিলা কাউন্সিলর রাশেদা বেগম, রাজিয়া সোলতানা খুকুমনি ও আনজুমান আরা বেগম, পৌর বাসটার্মিনাল ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, মিফতাব উদ্দিন চৌধুরী, জামশেদ উদ্দিন বাবুল সহ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এমপি ইলিয়াছ বলেন, পৌর কিচেন মার্কেটে আগত ক্রেতা সাধারণকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা দিতে পারলে পৌর কর্তৃপক্ষ ও বাজার পরিচালনায় দায়িত্বরতদের সুনাম বৃদ্ধি পাবে। তিনি বলেন, পৌর শহরকে যানজট মুক্ত করতে কিচেন মার্কেট অগ্রণী ভুমিকা রাখবে। উদ্বোধক জাফর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ^স্থ করেছেন চকরিয়া পৌর শহরকে ফ্লাইওভারযুক্ত পরিচ্ছন্ন নগরী করতে। তিনি বলেন, আগামী ২বছরের মধ্যে উন্নয়নে ভরে যাবে পৌর শহর সহ পুরো উপজেলা। কারণ পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশধার চকরিয়া। এজন্য নেত্রীর আলাদা দৃষ্টি রয়েছে চকরিয়ার প্রতি।##

পাঠকের মতামত: