ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

খুটাখালীতে মালবাহী গাড়ি খাদে একজন গুরুতর আহত

মোঃ নিজাম উদ্দিন, ডুলাহাজারা :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন খুটাখালীতে পথযাত্রী বাঁচাতে গিয়ে মাল বুঝাই টাটা ডাম্পার (ফেনী-ড ১১-০০৬১) উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে খুটাখালী ইউনিয়নের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
আহত পথচারীর নাম সরুয়ার আলম পিতা মাহমুদ হোছাইন। তার বাড়ি খুটাখালী ইউনিয়নের নলবনিয়া গ্রামে বলে জানা গেছে। ২৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় মহাসড়কের খুটাখালী ইউনিয়ন পরিষদের সামনে ঘটে এঘটনা।
প্রত্যক্ষদর্শী ও মালুমঘাট হাইওয়ে পুলিশ কন্সটেবল বিজয় জানান উল্লেখিত সময়ে চকরিয়া অভিমুখী টাটা গাড়িটি খুটাখালী ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌছালে মাহিন্দ্রা গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে পড়ে এক পথযাত্রী। তাকে বাঁচাতে গিয়ে মাল বুঝাই গাড়িটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সরুয়ার আলম নামের ওই ব্যাক্তি। পার্শবর্তী লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় গাড়ির চালক পালাতক রয়েছে। পরে গাড়িটি উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক গাড়ির মালিকের সঠিক পরিচয় জানা না গেলেও গাড়িটি চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকার বলে জানান অনেকে। হাইওয়ে পুলিশ ইনচার্জ আশিকুর রহমান ঘটনার সত্যতা জানান।

পাঠকের মতামত: