ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় দিনদুপুরে হাতির চাঁদাবাজি!

chakaria-picture-23-09-2016এম.জিয়াবুল হক, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় গতকাল শুক্রবার বিকেলে তিনজনের একটি চক্র প্রকাশ্য দিবালোকে প্রশাসনের একাবারে নাকালে পালিত একটি হাতি নিয়ে দোকানে দোকানে ব্যাপক চাঁদাবাজি করেছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকার চিরিঙ্গা, সোসাইটি এলাকার অন্তত দুই শতাধিক দোকান থেকে প্রায় তিনঘন্টা ধরে চলে অভিনব চাঁদাবাজির স্টাইল। এরপর সন্ধ্যার সাড়ে ৬টার দিকে তিনজনের ওই চক্র হাতিটি নিয়ে ঢুকে পড়ে চকরিয়া থানার সামনে। ওইসময় থানা সেন্টারের দোকানপাট গুলো চলে অনুরূপ চাঁদাবাজির ঘটনা। কিন্তু ওইসময় থানা পুলিশ ছিলেন একেবারে নীরব। জানা গেছে, এদিন সকালে বান্দরবান থেকে ওই হাতি নিয়ে তিনজনের একটি চক্র যাচ্ছিলেন আলীকদমের গহীণ অরণ্যে চোরাই গাছ পাচার কাজের জন্য। পথিমধ্যে যাওয়ার পথে চকরিয়া শহরে হাতিটি নিয়ে বাড়তি উর্পাজনে নামে তিনজনের এই চক্র। ওইসময় হাতির সামনে পেছনে ভিড় জমে কয়েকশত উৎসুক জনতার। #

পাঠকের মতামত: