ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় অন্যের জায়গায় বসতবাড়ি নির্মান চেষ্টার অভিযোগ, দুইপক্ষে সংঘর্ষের আশঙ্কা

cnএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় অন্যের জায়গায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপুর্বক বসতবাড়ি নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এতেকরে এলাকার লোকজনের মাঝে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী জায়গার মালিক খলিলুর রহমান জানায়, তার একখন্ড ভিটাবাড়ির জায়গা প্রতিবেশী আব্দুল মোনায়েম গংয়ের লোকজন জবর দখলের চেষ্টা করে আসছিলেন। এরই জেরে খলিলুর রহমান বাদি হয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি এমআর মামলা (নং ৯৩২) দায়ের করেন। বাদির অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক গত ৩১আগষ্ট বিবাদি পক্ষকে ওই জায়গায় প্রবেশের ওপর ১৪৪ ধারা আদেশ জারী করেন। একই সাথে আদালত আদেশ কার্যকর করতে চকরিয়া থানাকে নির্দেশ দেন।

অভিযোগ উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে অভিযুক্ত আব্দুল মোনায়েম গংয়ের লোকজন বর্তমানে বিরোধীয় ওই জায়গায় দালান বাড়ী নির্মানের কাজ করছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় জায়গা দখল-বেদখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

পাঠকের মতামত: