ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় চলন্ত গাড়ী থেকে পড়ে আহত ব্যক্তি মারা গেছে

mirtuমনির আহমদ, চকরিয়া অফিস॥

চকরিয়ার কৈয়ারবিল সড়কে চলন্ত গাড়ী থেকে পড়ে আহত বৃদ্ধ নুরুল আলম (৫৫) দীর্ঘ এ সপ্তাহ পর আজ সন্ধায় চমেক হাসপাতালে মারা গেছে।গত ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টায় পূর্ব কৈয়ারবিল মুহুরী পাড়া প্রভাবশালী ছালউদ্দিনের বাড়ীর সামনে ঘটে র্মমান্তিক দূর্ঘটনা ঘটে। ট্রলিতে করে খড়ের গাদা নিয়ে যাবার সময় রাস্তার ধারের ছালউদ্দিনের বাড়ীর গাছের সাথে ধাক্কা লেগে তিনি চলন্ত গাড়ী থেকে পড়ে যান। কোরবানের ঈদের ২ দিন আগে থেকে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসার পর আজ ২০সেপ্টেম্বর সনধ্যায় তিনি মারা যান।
আহতের পারিবারিক সুত্র জানায়, চকরিয়ার কৈয়ারবিল বানিয়ারকুম এলাকার আবুল খাইর বান্ডুর পুত্র নুরুল হুদা ট্রলিতে করে খড়ের গাদা নিয়ে কৈয়ারবিল সড়ক দিয়ে ছিকলঘাট অভিমুখে যাচ্ছিল । যাবার সময় সড়কের পূর্ব কৈয়ার বিল মুহুরীপাড়া এলাকায় পৌছুলে প্রভাবশালী ছালাউদ্দিনের বাড়ীর হেলে পড়া একটি কাটাল গাছে ধাক্কা লেগে নুরুল হুদা চলন্ত গাড়ী থেকে মাটিতে লুটে পড়ে। এতে তার মাথা ফাটে ও শরিরের একাধিক হাড় ভেঙ্গে যায়। গুরুতর আহত কে তাৎক্ষনিক ভাবে চকরিয়া সরকারী হাসপাতাল নিয়ে গেলে রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোরবানের ঈদের ২ দিন আগে থেকে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসার পর আজ ২০সেপ্টেম্বর সনধ্যায় তিনি মারা যান।

পাঠকের মতামত: