ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কাশ্মীরে ১৭ সেনাসদস্য নিহত

kasmirবিবিসি : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে এক সন্ত্রাসী হামলায় ১৭জন সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

হামলার ঘটনায় চার হামলাকারীও নিহত হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন একজন কর্মকর্তা।

রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ঐ ঘাটিতে বন্দুক ও গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় পাকিস্তানের সাথে নিয়ন্ত্রন রেখা বন্ধ হয়ে গেছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই হামলাকে সবচেয়ে মারাত্মক হামলা বলা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিকেলে জরুরি সভা ডেকেছেন।

ঘটনার পর আজ থেকে শুরু হতে যাওয়া তাঁর রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন তিনি।

এর আগে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া এক স্কুল ছাত্রের মৃতদেহ পাওয়া যাওয়ার পর পুরো রাজ্য জুড়ে জারি করা হয়েছে কঠোর সান্ধ্য আইন।

সেখানে লোকজনের চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং ইন্টারনেট ব্যবহারের ওপর এ যাবতকালের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

কাশ্মীরে সম্প্রতি এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গুলি করে হত্যার পর সেখানে ভারতীয় শাসনের বিরুদ্ধে আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

 

পাঠকের মতামত: