ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বান্দরবানে ছাত্রী লাঞ্চনায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

roangchori-manobbondhonবান্দরবান প্রতিনিধি ॥

রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ এর শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসি । বিদ্যালয়ের দশম শ্রেণির এক পাহাড়ী তরুনীকে নিযাতনের চেষ্টা করায় আজ শনিবার সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের মুলফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে । মানববন্ধন কর্মসূচিতে য়ইমংসিং মারমা সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন নারী নেত্রী চিংম্রাউ মারমা, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ধীরেন ত্রিপুরা, বম যুব সংগঠনের সাবেক সভাপতি রামসিয়াম, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন অংক্যসিং মারমা, অংক্যম্রা মারমা প্রমুখ। অত্র বিদ্যালয়ের শিক্ষাথী অংক্যসিং মারমা জানান, শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ এর বিরুদ্ধে ইতিপুর্বে কয়েকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এলাকাবাসীরা জানান,অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ বান্দরবান জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহিমের ছোট ভাই বলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। মানববন্ধনে বক্তারা, অভিযুক্ত ওই শিক্ষকের অপসারণসহ দেশের প্রচলিত আইনের যথাযথ শাস্তির দাবি করেন এবং জেলা পরিষদ কর্তৃক নিয়োগকৃত ৩ খন্ডকালীন শিক্ষকের নিয়োগ বাতিলের জোর দাবি তোলেন। উল্লেখ্য, গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লাল জৌপার প্রকাশ রদি বম (১৪) কে প্রলোভন দেখিয়ে বান্দরবানে স্বর্ণশিলা আবাসিক হোটেলে ধর্ষণের চেষ্টা চালায় ওই শিক্ষক। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের হাতে-নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে ঐ শিক্ষক হাজত বাস করছেন ।

 

পাঠকের মতামত: