ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় জঙ্গিবাদ বিরোধী বিশাল সমাবেশ অনুষ্টিত

chakaria-picture-15-09-16চকরিয়া প্রতিনিধি :::

জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় এক সমাবেশ চকরিয়া পুরাতন বিমানবন্দর বিজয় মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব খালেদ মোহাম্মদ মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, প্রধান বক্তা ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিশেষ অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম এমএ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, জেলা কমিউনীটি পুলিশিং এর সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান মাবু, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) কাজী মো: মতিউল ইসলাম, থানার ওসি জহিরুল ইসলাম খান, ওসি (তদন্ত) কামরুল আজম, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, মাতামুহুরী থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, জেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী কাবেরী সরওয়ার, উপজেলা জঙ্গীবাদ সন্ত্রাস প্রতিরোধ কমিটির সহসভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো: ওয়ালিদ মিলটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক চেয়ারম্যান, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সহসভাপতি মাস্টার আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রাশেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান, পেকুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী উম্মে কুলছুম মিনু, পৌরসভা জঙ্গীবাদ-সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও পৌর আওয়ামীলীগের সহসভাপতি বশির আহমদ, যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন লিটন, সাবেক ছাত্রনেতা আফসার উদ্দিন মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, সিনিয়র সহসভাপতি মুজিবুল হক কাউন্সিলর, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন।

পাঠকের মতামত: