ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়া কৈয়ারবিল খিলছাদকে অবৈধ সার বিক্রির হিডিক

%e0%a7%8d%e2%80%8c%e0%a7%8d%e2%80%8c%e0%a7%8dএম. আলী হোসেন: চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে ২নং ওয়ার্ডের আব্দুল মালেকের পুত্র মোঃ নাজেম উদ্দিন সওঃ, ডাক্তার নজির আহমদের পুত্র আবছার উদ্দিন ছুট্টুর তত্ত্বাবধানে একাধিক মুদির দোকানে অবৈধভাবে চড়া দামে কৃষকের মাঝে সার বিক্রি ও সার পাচারের অভিযোগ উঠেছে। ঐ এলাকার কৃষকদের অভিযোগ সূত্রে জানা গেছে, বছর দুয়েক ধরে খুচরা সার বিক্রেতা আবছার উদ্দিন ছুট্টুর তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রির নিয়ম থাকলেও তা অমান্য করে চড়া দামে সার বিক্রি করে, কৃষকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। ঐ খুচরা সার বিক্রেতা নির্ধারিত বিক্রয় কেন্দ্র না রেখে তার নিজের বাড়িতে অবৈধ পন্থায় সার এনে বাড়িতে রেখে কৃষকদের মাঝে চড়া দামে সার বিক্রি, তামাক ক্ষেতেসহ বিভিন্ন ইউনিয়নে সার পাচারের অভিযোগ রয়েছে।

একইভাবে ঐ বিক্রেতার নির্দেশে মুদির দোকানদার মোঃ নাজিম উদ্দিন সওঃ লাইসেন্সবিহীন এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ভূক্তভোগী কৃষক, সার মনিটরিং কমিটি ও উপজেলা প্রশাসনের তড়িত হস্তক্ষেপ কামনা করেন। কৃষকরা আরো জানান, মাতামুহুরী নদীর পাদদেশে কৈয়ারবিল ইউনিয়নে খিলছাদক এলাকায় প্রতিবছরই সবুজ বেষ্টনিঘেরা সব্জির বামপার ফলন হয়। কৃষকরা ন্যায্য মূল্যে সার পাওয়ার জন্য ঐ খুচরা সার বিক্রেতা আবছার উদ্দিন ছুট্টুর কাছে গেলে সার নাই বা চড়া দামে নিতে হবে মর্মে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে আসছে।

পাঠকের মতামত: