ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

chakaএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিএমচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলম ও যুবলীগ নেতা জালাল উদ্দিনের উপর বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তার লোকজনের হামলার প্রতিবাদে ১০সেপ্টেম্বর বিকাল ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএমচর উচ্চ বিদ্যালয় হলরুমে বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিন মিজান এমইউপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ বদিউল আলম, প্রধান বক্তা ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আনছারুল করিম, বিশেষ বক্তা ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র আহবায়ক কায়সারুল হক বাচ্ছু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম ও আলীগ নেতা জামাল উদ্দিন মনু, বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র সদস্য ও বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: ইউনুছ ছিদ্দিকী, কোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোছাইন এমইউপি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সি:সদস্য জসিম উদ্দিন খান, উপজেলা যুবলীগের সি:সদস্য জসিম উদ্দিন খান, ঢেমুশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রেজা মিঠু, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাহারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, পূর্ববড়ভেওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, উপজেলা যুবলীগের সি:সদস্য আলাউদ্দিন, ঢেমুশিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফ ও পারভেজ, বিএমচর ইউনিয়ন যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম, ইলিয়াছ আজাদ রুবেল, কফিল উদ্দিন, ইব্রাহিম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন, সেলিম উদ্দিন, মো: দুলাল, বিএমচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুনাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবদুর রহিম, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, রিফাত, জুবাইর, আবদুর রহিম, সোলতান, ইউনুছ, ইসমাইল রাজু, মো: মনু, বাবুল, শাহেদ সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি বিএমচর উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজার ও স্কুল ষ্টেশন প্রদক্ষিণ করে সড়ক হয়ে বেতুয়াবাজার চৌমুহনী চত্ত্বরে এসে শেষ হয়েছে। ##

পাঠকের মতামত: