ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজার জেলা বিএনপিতে আনোয়ারুল ইসলাম চৌধুরীর অবদান ভুলার মত নয় -শাহজাহান চৌধুরী।

iকক্সবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম আনোয়ারুল ইসলাম চৌধুরীর ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাবেক এম.পি শাহজাহান চৌধুরী বলেন মরহুম আনোয়ার ইসলাম চৌধুরী অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ ও সামাজিক নেতা ছিলেন। তিনি শহীদ জিয়ার একনিষ্ঠ কর্মী হিসেবে দলের সাথে কখনোও বিশ্বাস ঘাতকা, বেইমানী করেন নি। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। জেলা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত থেকে গোটা জেলায় বিএনপিকে সুসংগঠিত করতে মরহুম আনোয়ার ইসলাম চৌধুরীর অবদান অনস্বীকার্য। বর্তমানে এই দুঃসময়ে ওনার মত ত্যাগী, দক্ষ রাজনীতিবিদের বড়ই প্রয়োজন। মহান আল্লাহর কাছে ওনার মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসে নসিব করার জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান।

 কেন্দ্রীয় যুবদলের সদস্য এম.মোক্তার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিকী ওসমানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবু তাহের, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, বিএনপি নেতা শাহাব উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রদলের সিঃ সহ-সভাপতি সরওয়ার রোমন, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিক, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আব্দুর রহিম।

পাঠকের মতামত: