আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::::
বান্দরবানের আলীকদমে কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে মৎস্য চাষীদের মাঝে কৃষি উপকরণ হিসেবে বিনামূল্যে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। এলাকার প্রান্তিক মৎস্য চাষীদের উন্নয়নে শনিবার (১০ মার্চ) কারিতাস এসব খাদ্য বিতরণ করে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি পাড়া, নবগঠিত নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়া, কিলোঅং কার্বারী পাড়া, ছিদ্দিক কার্বারী পাড়া ও নিউ অং কার্বারী পাড়ার উপকারভোগী সদস্যদের মাঝে মৎস্য খাবার বিতরণ করা হয়।
বিতরণকৃত মাঝের খাবারের মাঝে রয়েছে সরিষার খৈল ৭০ কেজি, চাউলের কুড়া ৩৯৫ কেজি ও ফিসমিল ১৭৫ কেজি।
খাদ্য নিরাপত্তা প্রকল্পের আলীকদম অফিসে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মেনপা ম্রো ও নুরুল ইসলাম।
পাঠকের মতামত: