ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লামা পৌরসভায় মেয়রের ক্লিন অভিযান

100মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি :::
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবানের লামা পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান পাড়া জামে মসজিদের সামনে পরিষ্কার পরিছন্নতা কাজের তদারকী করেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রফিক, মসজিদ কমিটির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন সেলিম, মো. তৈয়ব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিছন্ন অভিযান পরিদর্শনকালে মেয়র জহিরুল ইসলাম ঈদ-উল-আযহার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সকলকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার অনুরোধও করেন। কোরবানির পশু জবাইয়ের রক্ত, বর্জ্য অপসারণ ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এছাড়া তিনি ঈদের জামায়াতের প্যান্ডেল তৈরির জন্য চেয়ারম্যান পাড়া জামে মসজিদকে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান ও মসজিদ সংলগ্ন রাস্তার পাশে ড্রেন তৈরির ঘোষণা দেন।

পাঠকের মতামত: