ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় মসজিদের ওয়াকফ’র জমি কৌশলে আত্মসাতের অভিযোগ

chakaচকরিয়া প্রতিনিধি :::
চকরিয়া উপজেলার দরবেশ কাটায় কালু হাজী জামে মসজিদের নামে মোঃ কালু হাজী সিকদার ওয়াক্ফ স্টেটের প্রায় ২৬ একর ও ব্যক্তি মালিকানাধীন আরও ৬একর ৩৫ শতক চিংড়ি জমি কৌশলে আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর ওই ওয়াক্ফ স্টেটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক চৌধুরী স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেছেন।
দরবেশ কাটা মোঃ কালু হাজী সিকদার ওয়াক্ফ স্টেটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক চৌধুরী জানান; ১৯১২ সাল থেকে এ ওয়াক্ফ স্টেটটি চলে আসছে। বিগত ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সংশ্লিষ্ট গুটি কয়েক ব্যক্তির যোগসাজসে চকরিয়া পৌরসভার বাসিন্দা জসিম উদ্দিন নামের এক ব্যক্তি ওয়াক্ফ’র মালিকানাধীন ২৬ একর ৪শতক ও ব্যক্তি মালিকানাধীন ৬একর ৩৫ শতকের একটি চিংড়ি প্রকল্প দখল করে আত্মসাত করে আসছিল। পরে সংশ্লিষ্ট কয়েক জনের যোগসাজস করে ২০১০ সাল ওই চিংড়ি প্রকল্পটি ওই জসিম উদ্দিনকেই লাগিয়ত করতে বাধ্য করা হয়। ওই চিংড়ি প্রকল্পটি বর্তমানের বছরে লাগিয়ত আসে ১৫লাখ টাকা। কিন্তু জসিম উদ্দিন তা মাত্র ৬লাখ টাকায় তাকে দিতে বাধ্য করায়। আলহাজ্ব এনামুল হক চৌধুরী জানান; ওয়াকফ জমির ব্যবস্থাপনা কমিটির ১৪ জন সদস্যের মধ্যে তিনি সভাপতি ও সলিম উল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক। কিন্তু টাকা জমা ও উত্তোলনেও তাদের কোন মতামত নেয়া হচ্ছে না। লাগিয়তের ওই টাকা ইসলামী ব্যাংক চকরিয়া শাখায় জমা দেয়ার জন্য একটি কমিটি করে দেয়া হয়। কিন্তু জসিম উদ্দিন নিজেই ওই টাকা জমা করেছেন। ব্যাংকে জমা ওই টাকা থেকেও কিছু ব্যক্তি নিজের ইচ্ছে মাফিক টাকা উত্তোলন করে নিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছেও অভিযোগ করা হবে বলে তারা জানিয়েছেন।

পাঠকের মতামত: