ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় কোরবানি বাজারে জায়গা নিয়ে সংর্ঘষ, ইলিশিয়া গরু বাজারে গোলাগুলি

songarsএম.জিয়াবুল হক, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় কোরবানি বাজারে পশু রাখার জায়গা দখল নিয়ে ব্যবসায়ী ও বাজার পরিচালানা কমিটির পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে বিক্রেতা পক্ষের লোকজন বাজারে গিয়ে প্রকাশ্যে গুলি বর্ষণ করেছে। এ ঘটনার পর বাজারের ক্রেতা-বিক্রেতারা ভয়ে দিকবিদিক পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের জমিলা বেগম উচ্চ বিদ্যালয় লাগোয়া ইলিশিয়া গরু বাজারে ঘটেছে এ সংর্ঘষ ও গোলাগুলির ঘটনা। ঘটনার সময় অন্তত -১০জন আহত হয়েছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছলে গুলিবর্ষণ কারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের জমিলা বেগম উচ্চ বিদ্যালয় লাগোয়া ইলিশিয়া বাজারে কোরবানি পশু কেনাবেচার হাট শুরু হয়। ওইসময় বাজার পরিচালনা কমিটির লোকজনের সাথে গরু রাখার জায়গা নিয়ে কয়েকজন গরু ব্যবসায়ীর মধ্যে প্রথমে তর্কাতকি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাজার পরিচালনা কমিটির লোকজন একজন গরু বিক্রেতাকে মারধর করেন। এরই জের ধরে বিকাল আড়াইটার দিকে আহত গরু বিক্রেতার পক্ষে ৮-১০জনের অবৈধ অস্ত্রধারী ব্যক্তি প্রকাশে গরু বাজারে ঢুকে গুলি বর্ষণ শুরু করেন। ওইসময় প্রাণের ভয়ে বাজারের ক্রেতা-বিক্রেতারা দিকবিদিক পালিয়ে যায়।

বাজার কমিটির লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , বাজারে ঢুকে প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনায় নেতৃত্ব দেন সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের নবী হোসেন নামের একব্যক্তি। কয়েকদিন আগে ভ্রাম্যমান আদালতের সাথে অসদাচারণ করার দায়ে আদালতের বিচারক অভিযুক্ত ওই নবী হোসেনকে প্রায় ৬ঘন্টা থানা হাজতে আটক রাখেন। স্থানীয় সুত্রে অভিযোগ উঠেছে, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতাদের আস্কারায় নবী হোসেন নামের ওই ব্যক্তি এখন বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তিনি উপকুলীয় জনপদের মুর্তিমান আতঙ্ক।

চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, ইলিশিয়া গরু বাজারে নবী হোসেন নামে চোর চক্রের হোতার সাথে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে গুলি বর্ষণের ঘটনা সত্য নয়। তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পাঠকের মতামত: