ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া প্রত্যাশার আলো শিক্ষালয়ে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

mail.google.comএম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টারের পশ্চিমে মনোরম পরিবেশে অবস্থিত চকরিয়া প্রত্যাশার আলো শিক্ষালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিয়েছেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসুচীর আয়োজন করা হয়। এতে অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ নেপাল চন্দ্র রায়। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মাষ্টার জহির উদ্দিন, সহ-সভাপতি ফজলুল কাদের কাজল, আলহাজ ওসমান গনী সওদাগর, মো.জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিরাজ উদ্দিন, পৌরসভা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাজল, আরফাত হোসেন, সাংবাদিক এসএম হান্নান শাহ, শিক্ষিকা জয়নাব আক্তার, তছলিমা জন্নাত, মাষ্টার সালাহ উদ্দিন, আইমুন নাহার, জন্নাতুল ফেরদৌস, সনজিদ দাশ, শিউলী রানী দাশ, রোজিনা বেগম, তাহমিনা জন্নাত, সাওরিন জন্নাত, হালিমা জন্নাত, ইয়াছমিন আক্তার, নুরে জন্নাত এলি, ইয়াছমিন জন্নাত মুন্না, মনজু দাশ, জন্নাতুল নাইলা, শাহনাজ বেগম শাহীন। অনুষ্টিত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্টানের মেধাবী শিক্ষার্থীদেরকে লোভের ফাঁেদ পেলে এক শ্রেনীর গোষ্টি দেশে জঙ্গিবাদের মাধ্যমে গুপ্ত হত্যা চালাচ্ছে। সভ্য সমাজে এ ধরণের ঘটনা কোন মতেই কাম্য নয়। বাংলাদেশ একটি স্বাধীন ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে কেউ পার পাবেনা। বক্তারা বলেন, সরকার ইতোমধ্যে জঙ্গিবাদের মুল উৎপাটনে সর্বাত্তক প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের এই অগ্রযাত্রার সাথে চকরিয়া প্রত্যাশা আলো শিক্ষালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন একাত্মা পোষন করেছে। যাতে চকরিয়ার বুকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল ধরণের আন্দোলন বেগবান করতে পারে। #

পাঠকের মতামত: