ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় পরিবার পরিকল্পনা কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: নির্বাচন সম্পন্ন

্্চকরিয়া অফিস ::::

পরিবার পরিকল্পনা কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড কক্সবাজারের চকরিয়া উপজেলা কমিটির নির্বাচন সোমবার ৫ সেপ্টেম্বর চকরিয়া সরকারি হাসপাতালস্থ পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে। এতে ৬ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে ফাতেমা বেগম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন শাহেনা বেগম। তিনি পেয়েছেন ৩০ ভোট। সহ-সভাপতি পদে ৫০ ভোট পেয়ে হাসিনা মোস্তফা নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন জাহান আরা বেগম। তিনি পেয়েছেন ২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে রোকসাইরা পারভীন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ফরিদা আক্তার মেরী। তিনি পেয়েছেন ২৫ ভোট। কোষাধ্যক্ষ পদে আজিজুল মান্নান ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ফারেছা বেগম। তিনি পেয়েছেন ২০ ভোট। সদস্য পদে আকবর আহমদ ৫৭ ভোট ও জিসান সুলতান ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম হয়েছেন দুইজন। তাদের মধ্যে রাহেলা বেগম ২১ ভোট ও ইছমত আরা খানম ১৬ ভোট পেয়েছেন। নির্বাচনে সংগঠনের ৭৫জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ডা.এএসএম মিনহাজ উদ্দিন লিখিতভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

পাঠকের মতামত: