ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় চিংড়ি প্রকল্পে গুলিবর্ষণ চিংড়ি চাষীসহ আহত-৩

ahotaচকরিয়া অফিস:

চকরিয়ার ডুলাহাজারার রিংভং এলাকায় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে তান্ডব চালিয়ে ৩টি চিংড়ি প্রকল্পে লুটপাট চালিয়েছে। এসময় সন্ত্রাসীদের মারধরে চিংড়ি চাষীসহ ৩জন আহত হয়েছে। গুরুতর আহত চিংড়ি চাষী আওয়ামীলীগ নেতা আলী আহমদ (৩১) মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর ভোর রাতে ঘটেছে এ ঘটনা।

চিংড়ি প্রকল্পের পাহাদার ওসমান গণি জানান; গতকাল ২সেপ্টেম্বর ভোর রাতে স্থানীয় সন্ত্রাসী আবুল হাশেম, আনছার, সরওয়ার ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী ডুলাহাজারা রিংভং এর পশ্চিম পাশে চিংড়ি জোন এলাকায় ৫০ একরের ৩টি চিংড়ি প্রকল্পে হানা দেয়। এসময় তারা বৃষ্টির মতো গুলি ছুড়ে ভীতি সঞ্চার করে। সন্ত্রাসীরা চিংড়ি প্রকল্পে অবস্থানরত চিংড়ি চাষী আলী আহমদ (৩১), পাহারাদার ওসমান গণি (২২), শাহাব উদ্দিন (৪৫) কে মারধর করে আহত হরে। গুরুতর আহত চিংড়ি চাষী আলী আহমদকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অপর দুইজনকে চকরিয়া হাসপাতারে ভর্তি করা হয়েছে।

চিংড়ি চাষীরা জানায়; সন্ত্রাসীরা আগের দিন রাত ১১টার দিকে পাশের আবদুল গণি’র চিংড়ি প্রকল্পে অবস্থান নেয়। সেখান থেকে ২ সেপ্টেম্বর ভোর রাতে আলী আহমদ গংয়ের ৩টি চিংড়ি প্রকল্পে হানা দেয়। এসময় তারা চিংড়ি মাছসহ খামার বাড়ী লুটপাট করে প্রায় ২লাখ টাকার মালামাল নিয়ে যায়। গুরুতর আহত চিংড়ি চাষী আলী আহমদ ডুলাহাজারা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি। এ ঘটনায় ওই এলাকার চিংড়ি চাষীরা আতংগ্রস্ত হয়ে পড়েছে। এব্যাপারে চকরিয়া থানার ডিউটি অফিসার এস আই জাহাঙ্গীর জানান; এ সম্পর্কে আমি কিছুই জানিনা। এ পর্যন্ত কেউ কোন অভিযোগও দেয়নি।

পাঠকের মতামত: