ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

হাফিজুল ইসলাম চৌধুরী :
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির হাজারো শিক্ষার্থী। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থাকার প্রত্যয় নিয়ে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম।

এর আগে সকাল ১১টায় সারা দেশের ন্যায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সিআইপি। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ট্রাস্ট্রি বোর্ডের সচিব লায়ন মোঃ মুজিবুর রহমান।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি ছিলেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট গবেষক ও সাংবাদিক বিশ্বজিত সেন, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগীয় প্রধান আরিফ হাসান চৌধুরী, জেলা ইমাম সমিতির সদস্য মাওলানা হাবিব উল্লাহ, এসএ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা কুতুব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমেদ বলেন- ‘এদেশের মানুষ ধর্মান্ধতাকে মেনে নেবে না। কয়েকজন জঙ্গির হাতে দেশের মানুষ জিম্মি থাকতে পারেনা। ছাত্রজনতাই এদেশের শক্তি। তাই প্রতিবাদই যথেষ্ট নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে স্বোচ্চার আছে।

প্রধান আলোচকের বক্তব্যে লায়ন মুজিবুর রহমান বলেন, ‘জঙ্গিবাদ এখন জাতীয় সঙ্কট, রাষ্ট্রীয় সমস্যা। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের। তাই ঐক্যবদ্ধভাবে সকলকে এ জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে।’

পাঠকের মতামত: