ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজারে ১৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

BGB (2)ইমাম খাইর, কক্সবাজার ::::
কক্সবাজারে ১৫ কোটি ১ লাখ ৮২ হাজার ২৬৭ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসবের মধ্যে ছিল ১৩ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা মূল্যের ৪,৪৫,২১১ পিস ইয়াবা, ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৯,৮৭২ বোতল বিভিন্ন প্রকারের বিদেশী মদ, ১৫ লাখ ২৫০ টাকা মূল্যের ৬,০০১ ক্যান বিয়ার, ১৬ হাজার টাকা মূল্যের ৪০ বোতল ফেন্সিডিল, ১ লাখ ২৭ হাজার ৯৭৭ টাকা মূল্যের ৫৫৫ লিটার দেশী মদ এবং ১ লাখ ৬৬ হাজার ৭৪০ টাকা মূল্যের ৩৬,৫৬৫ গ্রাম গাঁজা।BGB (1)
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তানভীর আলম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সেক্টর সদর দপ্তর, কক্সবাজার-এর অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ নাজ আক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক মেজর মাহবুব সাবের, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর উপ অধিনায়ক মেজর মোঃ আবুল খায়ের, সেক্টর সদর দপ্তর কক্সবাজার এর ভারপ্রাপ্ত এসএমও মেহেদী হাসান রবিন প্রমুখ।BGB (3)
ধ্বংসকৃত মাদকদ্রব্যসমূহ পাচারের সময় জেলার বিভিন্ন পয়েন্ট ও চেকপোস্ট থেকে আটক করা হয়।

 

পাঠকের মতামত: