ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় রবি মোবাইল অপারেটর কোম্পানির যন্ত্রাংশ চুরি, জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় রবি মোবাইল অপারেটর কোম্পানীর নেটওর্য়াক কাজে ব্যবহৃত যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জয়নাল আবেদিন (৪০), জসিম উদ্দিন (৩৫) ও মোহাম্মদ ছুট্টো (৩৬)। তিনজনই চকরিয়া পৌর শহরের হালকাকারা এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দুপুরে পুলিশ তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

চকরিয়া থানা পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক সাতটার দিকে মোবাইল অপারেটর কোম্পানি রবি’র যন্ত্রাংশ বহনকারী একটি গাড়ি চট্টগ্রাম যাওয়ার পথে চকরিয়া পৌর শহরের সড়ক বিভাগের (সওজ) বাংলোর সামনে বিকল হয়ে পড়ে। ওইসময় গাড়ির চালক জাকির হোসেন মেরামত করার সময় কিছুটা অন্ধকারে সেখানে উপস্থিত হন ছোরা হাতে তিনজন দুর্বৃত্ত। ঘটনার এক পর্যায়ে চালককে ভয় দেখিয়ে তাঁরা (তিনজন) রবির টাওয়ারে ব্যবহৃত (নেটওয়ার্ক মেশিন) লুট করে নিয়ে যায়। ঘটনার রাতে গাড়ির চালক বাদি হয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম বলেন, মোবাইল কোম্পানি রবির যন্ত্রাংশ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এখনো লুন্ঠিত আরডিএসটি উদ্ধার করা সম্ভব হয়নি। atok

পাঠকের মতামত: