ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

খুটাখালীর মেদাকচ্ছপিয়া ক্রীড়া সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :::

কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের মধ্যমেদাকচ্ছপিয়া কালাচান হাজী পাহাড় ক্রীড়া সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন করা হয়েছে। ২৯ আগস্ট সোমবার বিকেলে ক্রীড়া সংসদের নিজস্ব মাঠে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেক্তর সমাবেশে উদ্ভোধনী বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির। এসময় তিনি বলেন-সন্ত্রাস জঙ্গিবাদ নির্মুল করতে হলে খেলাধুলার বিকল্প আর কিছু নেই। আ’লীগ সরকার ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। সুদুর রাজধানী থেকে শুরু করে শহর ও গ্রামগঞ্জে যুবকদের খেলাধুলায় আরো অগ্রসর হতে হবে। পিতা-মাতারা একটু সচেতন হলেই প্রত্যেক ঘরে ঘরে উঠে আসবে মোস্তাফিজের মত সেরা খেলোয়াড়। ভবিষ্যতে তিনি এই টুর্নামেন্ট অব্যহত রাখার অনুরোধ জানিয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

ক্রীড়া সংসদের আহবায়ক বিশিষ্ট ক্রীড়ানুরাগী আকতার কামালের সভাপতিত্বে টুর্নামেন্টের সার্বিক সহযোগীতায় ছিলেন খুটাখালী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবু তৈয়ব। এতে আমন্ত্রীত বিশেষ অথিতিদের মধ্যে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন পারকেল, যুগ্ন সম্পাদক মো: আলমগীর, মনজুর হাসনাত, চকরিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শেফায়তুল কবির বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল এবং অন্যান্যদের মধ্যে ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার ডাঃ তারেকুল ইসলাম, ৭নং ওয়ার্ড মেম্বার ওয়াশীম আকরাম, কক্সবাজার পলিটেকনিক কলেজ প্রভাষক দেলোয়ার হোসেন, খুটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম, ফুলছড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক মৌঃ আবু তাহের, ইউনিয়ন যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক আরফাত রানা, যুবলীগ নেতা মোঃ ফারুক, মোঃ শাহিন, ছৈয়দ আলম, মোঃ ইলিয়াছ, আনিছুর রহমান টিপু, সামসুল আলম, মোঃ রাশেল, শ্রমিকলীগ নেতা সালাহ উদ্দিন, মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্ভোধনী খেলায় ডুমখালী বাছাই একাদশ মালুমঘাট বনাম মধ্যমেদাকচ্ছপিয়া উজানভাটি ক্রীড়াসংসদের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ গোলে উজানভাটি ক্রীড়া সংসদ জয়লাভ করেন। খেলা পরিচালনায় রেফরীর দায়িত্ব পালন করেন-সাবেক মেম্বার আবু তালেব, সহকারী হিসাবে ছিলেন এরশাদুল হক ও মাইনূল ইসলাম। টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার প্রায় ১০টি ক্লাব অংশগ্রহণ করে।

পাঠকের মতামত: