ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে আইনজীবীদের জঙ্গিবাদ বিরোধী মিছিল ও মানববন্ধন

কক্সবাজার জেলা বারে কর্মরত আইনজীবীরা জঙ্গিবাদ বিরোধী মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
রবিবার (২৮ আগস্ট) সকালে জেলা আইনজীবী সমিতির ব্যানারে একটি মিছিল আদালত প্রাঙ্গন প্রদক্ষিণ করে জেলা বার ভবনের সামনে মানববন্ধনে মিলিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভার সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজারে আইনজীবীদের মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- জেলা বারের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ ইছহাক (জিপি ইছহাক), সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ.জ.ম মঈনুদ্দিন, এ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম, এ্যাডভোকেট মমতাজ আহমদ, এ্যাডভোকেট ফরিদুল আলম, এ্যাডভোকেট ফজলুল হক, এ্যাডভোকেট সোলতানুল আলম, এ্যাডভোকেট খাইরুল আমিন, এ্যাডভোকেট রুহুল আমিন চৌধুরী রাসেল, এ্যাডভোকেট উজ্জল দাশ, এ্যাডভোকেট শামসুদ্দিন, এ্যাডভোকেট নাজিম উদ্দিন, এ্যাডভোকেট রাশেদ, এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিনা কারণে একজন মানুষকে হত্যা করা পুরো পৃথিবীর মানুষকে হত্যার শামিল। মানুষ হত্যা কোন ধর্মে স্বীকৃত নয়। দেশে যেসব জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তাতে ক্ষমতার বাইরে থাকা শক্তির ইন্দন রয়েছে। শুধু খুনীরা নয়, তাদের সহযোগিরাও সমান অপরাধী।
বক্তারা আরো বলেন, যারা জঙ্গি হামলায় মারা গিয়েছিল, তাদের লাশ এখনো স্বজনেরা নিতে আসেনি। জঙ্গিদের ঘৃণাভরে দেশবাসী প্রত্যাখ্যান করেছে। জঙ্গিদের কোন আইনী সহায়তা দেয়া যাবেনা। এদের পৃষ্টপোষকদেরও প্রতিরোধ করতে হবে।
এ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দেশে কোন জঙ্গির ঠাঁই হবেনা বলেও মন্তব্য করেন বিক্ষুব্ধ আইনজীবীরা।
এ্যাডভোকেট একরামুল হুদার পরিচালনায় মিছিলোত্তর মানববন্ধনে জেলা বারের সর্বস্থরের আইজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

পাঠকের মতামত: