ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় হত্যা মামলা তলে নিতে বাদীর উপর সন্ত্রাসী হামলায় আহত ৩

sontrasi hamlaমিজবাউল হক, চকরিয়া  :

চকরিয়ায় বহুল আলোচিত কলেজ ছাত্র মুর্শেদ আলী (২৫) হত্যা মামলার বাদীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদীসহ তার আরও দুই মেয়ে আহত হয়েছে।  ২৬ আগষ্ট দুপুর ১১টার দিকে ঘটেছে এ ঘটনা। হত্যা মামলার আসামীরা করেছে এ ঘটনা। এতে বাদী ও তার পরিবার ঘর ছাড়া হয়ে গেছে।

চকরিয়া উপজেলার বরইতলীর চাঁদের বাপের পাড়ার ডা. আলী হোসের মেয়ে নিহম মুর্শেদ আলীর বোন আনিছা বেগম জানান, ২৬ আগষ্ট দুপুর ১১টার দিকে মুর্শেদ আলী হত্যা মামলার শাহাব উদ্দিন ও হেলাল উদ্দিন আরও কিছু সন্ত্রাসীদের নিয়ে তাদের বাড়িতে গিয়ে সশস্ত্র হামলা করে। এসময় সন্ত্রাসীরা তাদের মারধর করে গুরুতর আহত করে। মুর্শেদ আলী হত্যা মামলার বাদী তার মা মুজিবুন্নেছা বেগম ঝিনুকে অপহরণের চেষ্টা করে। হামলার সময় পাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলায় মুজিবুন্নেছা বেগম প্রকাশ ঝিনু (৫০), তার মেয়ে আনিচা বেগম (৩০) ও জেসমিন আক্তার(২৮) আহত হয়েছে। আহত মুজিবুন্নেছা বেগম ঝিনুকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত আনিচা বেগম জানান; এক ধনাঢ্য প্রভাবশীলী ব্যক্তি ও স্থানীয় কিছু সন্ত্রাসী তাদের ভিটিমাটি জবর দখলের জন্য গত ৩ মার্চ সন্ধ্যা ৬টা ৫মিনিটের সময় তার কলেজ পড়–য়া (বিবিএ ২য় বর্ষ) ছেলে মুর্শেদ আলীকে দা ও কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত কলেজ ছাত্র মুর্শেদ আলীর মা মুজিবুন্নেছা বেগম প্রকাশ ঝিনু বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্য মামলা (জি.আর ৬৯/১৬) দায়ের করেন। মামলাটি বর্তমানে কক্সবাজার পিবিআই তদন্ত করছেন। মামলাটি দায়ের করার পর থেকে এ হত্যাকান্ডে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি ও আসামীরা তাকে হত্যা মামলার অভিযোগ থেকে বাদ দিতে, মামলা প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি করে আসছে। এমন কি মামলা তুলে না নিলে তাকে নানা মামলায় জিড়িয়ে হয়রানি, তার অপর ছেলেদেরকেও হত্যা করবে, এলাকা ছাড়াসহ নানাভাবে ক্ষতি করবে বলেও হুমকি দিয়ে আসছে। এপর্যন্ত আসামীদের আত্মীয়স্বজন দিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের হয়রানির জন্য ৪টি মামলা সৃজন করেছেন। মুজিবুন্নেছা বেগম ঝিনু জানান, সন্ত্রাসীরা তাদের বসতভিটি, দখলীয় জায়গাজমি জবর দখলের জন্য সন্ত্রাসীদের নিয়ে এ হত্যাকান্ড সংগঠিত করেছে। তার ইন্ধনেই আসামীদের আত্মীয় স্বজন তাদের বিরুদ্ধে মামলার পর মামলা সৃজন করছে। জড়িত এক প্রভাবশালী ব্যক্তি আসামীদের আত্মীয়স্বজন দিয়ে ৩০টি মামলা সৃজন করবে বলে হুমকি দিয়েছেন। তার অন্যান্য ছেলেদের অপহরণ বা গুম, হত্যা করতে পারে বলেও তিনি আশংকা করছেন। গতকাল তাদের উপর হামলা করে তাদের ঘর ছাড়া করেছেন। নিহত মুর্শেদ আলী’র বোন আনিচা জানান; ওই প্রভাবশালী ব্যক্তি বরইতলীর মাহামুদ নগর পাহাড়িয়া এলাকায় বন বিভাগের রিজার্ভ বনভূমি জবর দখল করে বাংলো নির্মাণ, মৎস্য প্রকল্প ও বাগান বাড়ী গড়ে তুলেছে। সেখানে তিনি আরও জমি জবর দখলের জন্য হত্যাকান্ডসহ নানা অপরাধ করে গেলেও বন বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তার বিরুদ্ধে অভিযোগকারীদের হয়রানি করছে। উল্লেখ্য মুর্শেদ আলী চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পাঠকের মতামত: