ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় কাঁচা বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত, ধরা পড়লো ওজনে কারচুপির চিত্র

Chakaria Picture 24-08-2016এম.জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সোসাইটি কাচাঁ বাজার মনিটরিংয়ের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাহাবুব-উল-আলম এ অভিযান পরিচালনা করেন। ওইসময় আদালত বাজারের মাছ, মাংস, সবজি ও ও মুদি দোকানে অভিযান চালিয়ে পরিমাপ যন্ত্র পরিক্ষা করেন। ওইসময় একাধিক দোকান থেকে নষ্ট ডিজিটাল ওজন মাপার মেশিন ও মাদান্ধা আমলের বেশ কিছু দাঁিড়পাল্লা জব্দ করেন। অভিযান পরিচালনা কালে আদালতের সাথে উপস্থিত ছিলেন থানার এসআই মহিদুল ইসলাম, আদালতের পেশকার তপন কান্তি পালসহ কর্মকর্তারা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে আদালতের পেশকার ও উপজেলা ভুমি অফিসের নাজির তপন কান্তি পাল বলেন, সোসাইটি কাচাবাজারে দীর্ঘদিন ধরে মাছ ও মাংসের দোকানে নষ্ট পরিমাপ যন্ত্রের মাধ্যমে মালামাল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি আদালত গোপন সংবাদে জানতে পেরে বুধবার সকালে বাজারে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ওইসময় আদালত ওজনে কারচুপি বন্ধে মাংস দোকান , কাচাবাজার , মাছবাজার , মুদি দোকান ব্যবসায়ীদের সর্তক করে দেন। পরে আদালত কয়েকটি দোকানে মালামাল বিক্রিতে সঠিকভাবে ওজন দেয়া হচ্ছে কিনা তা পরিক্ষা করেন। পাশাপাশি বেশ কিছু নষ্ট ডিজিটাল ওজন মাপার মেশিন ও পুরানো দাঁিড়পাল্লা জব্দ করেন। #

পাঠকের মতামত: