ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পেকুয়া উপজেলা চেয়ারম্যান সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে

pekua,,চকরিয়া অফিস:  সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গত ১৮ আগষ্ট উপজেলা পরিষদের সমন্বয় সভা থেকে স্লিপ দিয়ে সংবাদকর্মীদের বের করে দিয়ে স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টাকারী পেকুয়া উপজেলা পরিষদের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান, যুবদল নেতা শাফায়াত আজিজ রাজুর অপসারণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ২৪ আগষ্ট সকাল ১১ঘটিকার উপজেলা পরিষদ চত্ত্বরে পেকুয়ার কর্মরত সংবাদকর্মীরা ও এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ করেছে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, সাংবাদিক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাংবাদিক ছগির আহমদ আজগরী, পেকুয়া উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল, সাংবাদিক মো. ফারুক, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক এম. ছিদ্দিক আহমদ প্রমূখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা পেকুয়া উপজেলার বিতর্কিত উপজেলা চেয়ারম্যান শাফায়াত চৌধুরী রাজুর কান্ডজ্ঞাহীন কর্মকান্ডের তীব্র সমালোচনা করেছেন এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তিসহ অপসারণও দাবি করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

পাঠকের মতামত: