ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শীর্ষ নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে, কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

্‌্‌্প্রেস বিজ্ঞপ্তি ::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কারাবন্দী জনাব মীর কাসেম আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং মীর কাসেম আলীর ছোট ছেলে ব্যারিষ্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে তার পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩ আগষ্ট, মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে কক্সবাজার শহর জামায়াত। শহর জামায়াত শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ত প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 মিছিলোত্তর সমাবেশে বক্তাগণ বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক বিচারিক হত্যার মাধ্যমে দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। তারা একইভাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী সহ অপরাপর শীর্ষ নেতাদের নির্মমভাবে বিচারিক হত্যার চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার জন্য তার ছেলে ও ডিফেন্স আইনজীবী ব্যারিষ্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে অপহরণ করে গুম করে রেখেছে। কিন্তু সরকারের সে ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বক্তাগণ মীর কাসেম আলীসহ শীর্ষ নেতৃবৃন্দ, সারাদেশে আটককৃত জামায়াত-শিবির নেতাকর্মীর মুক্তি ও ব্যারিষ্টার আরমানের সন্ধান দাবি করেন।

পাঠকের মতামত: