ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজার পিডিবি বিদ্যুৎ বিতরণ বিভাগে কর্মচারী নিয়োগে দুর্নীতি

coxsbazar pict 21.8.2016শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২১ আগস্ট ॥

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কক্সবাজার বিতরণ বিভাগে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণ কাজে পিচ রেইটে কর্মচারী নিয়োগে নানাভাবে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বয়স কম দেখানো, নকল সার্টিফিকেট দেয়া ছাড়াও ছেলের সার্টিফিকেট দিয়ে পিত কে নিয়োগ দানের তথ্য মিলেছে।

প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের নির্দেশ দেন বিদ্যুৎ বিতরণ বিভাগে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণ কাজে পিচ রেইটে সারাদেশে ৪’শ জন অস্থায়ী কর্মচারী নিয়োগের। এতে কক্সবাজার দপ্তরে ২০ জন রয়েছে। নিয়ম মতে এসএসসি পাশ ৪০ বছরের নিচে কর্মঠ পুরুষ নিয়োগের। শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। এতে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার মনোনিত ২০ জনের ও অপেক্ষমান ৭ জনের তালিকা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়।

জানা যায়, মনোনিত তালিকায় ১৪ নম্বর ক্রমিকে থাকা মো: জামাল উদ্দিনের আসল নাম মো: জামাল হোসেন। এসএসসি পাশ করেছে ১৯৮৮ সালে। বয়স ৪৬ বছর। বাড়ি কুমিল্লা হলেও কক্সবাজারের স্থায়ী বাসিন্দা দেখানো হয়েছে। মনোনিত তালিকায় ১৭ নম্বর ক্রমিকে থাকা মো: সাদনান তাহের বয়স বেশী হলেও ৮ম শ্রেণীর পর পড়ালেখা করেননি। তবে ছেলের সার্টিফিকেট দিয়ে তিনিও মনোনিত হয়েছেন। নকল সার্টিফিকেট দিয়ে অপেক্ষমান তালিকায় ২ নম্বর ক্রমিকে রয়েছে হেলাল উদ্দিন। যদিও ৭ম শ্রেণীর পর পড়া লেখা না করলেও একইভাবে নকল সার্টিফিকেট ও বয়স কমিয়ে মনোনিত হয়েছেন। বিদ্যুৎ বিভাগে কর্মরত একাধিক কর্মচারীর আত্মীয় কক্সবাজারের বাইরে পটুয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও বরিশালের কয়েকজনকেও মনোনিত করা হয়েছে।

পরীক্ষায় অংশ নেয়া একজন জানান, এক আবেদনকারী নিয়োগ পরীক্ষার আগে ১লাখ ২০ হাজার টাকা দিলে নিয়োগ নিশ্চিত হবে বলে জানানো হয়েছিল। আমার পরীক্ষা ভাল হলেও টাকা প্রদানে অক্ষম বলে তালিকায় নাম আসেনি। অনেকে জানান, বিদ্যুৎ বিভাগের একটি সিন্ডিকেট মনোনয়ন প্রাপ্তদের কাছ থেকে জনপ্রতি এক থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

পাঠকের মতামত: