ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দেশপ্রেম-দলের জন্য ত্যাগেই সালাহউদ্দিন আহমদ জাতীয় রাজনীতিতে স্থান পেয়েছেন -চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

33নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :::

চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে গতকাল শুক্রবার সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসুচী পালিত হয়েছে। চকরিয়া পৌরশহরের ওয়েস্টান প্লাজাস্থ সংগঠনের কার্যালয়ে এদিন বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্টানের সুচনা করা হয়। এরপর আলোচনা সভা ও স্বেচ্ছাসেবকদলের সকলস্থরের নেতাকর্মীদের অংশ গ্রহনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।

চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এম.নুরুদ্দোজা জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পুতুর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম বাবুল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম.নুরুল হক রিটু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন আলম, জেলা যুবদল নেতা জসিম উদ্দিন, মোহাম্মদ জকরিয়া, আজিজুল করিম, হাসান মাহমুদ, আবদুল ওয়াদুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল আবছার রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মোস্তাক, জেলা যুবদল নেতা এডভোকেট মইনুল আমিন ইমু, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, মনছুর আলম মিন্টু, রফিকুল ইসলাম সওদাগর, লক্ষ্যারচর ইউনিয়ন সভাপতি নুরুল আবছার আনোয়ার, বরইতলী ইউনিয়ন সভাপতি রাফায়েল তুহিন, সুরাজপুর সভাপতি মিজানুর রহমান, মানিকপুর সভাপতি এনামুল হক, খুটাখালী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার বশিউর রহমান, উপজেলা যুবদল নেতা রুবেল সিকদার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ মিজবাহ, যুবদল নেতা হারুনর রশিদ, কাকারা সভাপতি আরিফ উল্লাহ, হারবাং স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন, মোহাম্মদ এহেছান, সাহেদুল ইসলাম, তারেকুল ইসলাম, রিয়াজ, সাইফুল, আবদুল খালেক, বশির উদ্দিন, তাজ উদ্দিন, গুরা মিয়া, জসিম উদ্দিন, উত্তর হারবাংয়ের জাহাংগীর আলম, ছাত্রদলের মো.মহিউদ্দিন, স্বেচ্ছাসবকদল লক্ষ্যারচর ইউনিয়ন সহ-সভাপতি মিজানুর রহমান, ওমর আলী, ফরিদুল আলম, আতাউল্লাহ তৌফিক, জয়নাল আবেদিন, আরিফ, তৌহিদ, আসিফ, লক্ষ্যারচর ছাত্রদলের সভাপতি মুমিনুল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবকদল উপজেলা কমিটির নেতা আবু হেনা ইদ্রিছ, কৈয়ারবিলের মো.মানিক মিয়া, আবদুল মান্নান, রেজাউল করিম, পারভেজ, ফাসিয়াখালীর তৌহিদুল ইসলাম তুহিন, ছৈযদ হোছাইন, মো.রাসেল, হুমায়ুন কবির, নাজেম উদ্দিন, বরইতলী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, মো.ইলিয়াছ, সোহেল রানা, হুসেইন মো.মুরাদ, মানিকপুরের সাইফুল ইসলাম ছোট্ট, খুটাখালী ইউনিয়নের মাষ্টার ফখরুল ইসলাম, মো.সাহাব উদ্দিন, কামাল উদ্দিন কানন, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, মহিউদ্দিন, আবদুর রহমান, আবদুল খালেক, একরাম, রেজাউল করিম, ভুট্টো ও আমিন। এছাড়াও অনুষ্টানে উপজেলা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্টিত আলোসভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সব সময় ত্যাগের মুল্যায়ন রয়েছে। যিনি দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দল তাকে সঠিক সময়ে যথাযথভাবে মুল্যায়ন করেছেন। তার প্রমাণ বিএনপির নতুন কমিটিতে কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়নেতা আলহাজ সালাহ উদ্দিন। তিনি রাজনীতিতে মেধা, প্রজ্ঞা ও দেশপ্রেমের পরিচয় দিতে সক্ষম হওয়ায় চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন সালাহউদ্দিন আহমদ যোগ্যতা বলে এখন জাতীয় রাজনীতিতে স্থান পেয়েছেন। তিনি স্বেচ্ছাসেবকদলের সকলস্থরের নেতাকর্মীদেরকে সংগঠনকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করার আহবান জানান। #

পাঠকের মতামত: