ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জেলার শীর্ষে আলিম পরীক্ষায় চকরিয়ার হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা

ssনিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলাধীন বি.এম.চর ইউনিয়নের বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করে জেলা পর্যায়ে শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কবির হোছাইন। ২০১৬ সালে অনুষ্টিত আলিম পরীক্ষায় মোট ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে সকলেই উর্ত্তির্ণ হয়েছে।
চকরিয়া উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শতভাগ শিক্ষার্থী উর্ত্তির্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে গোল্ডেন এ+ পেয়েছে জান্নাতুল মাওয়া তাহসিন সহ এ+ পেয়েছে মোট ৪জন শিক্ষার্থী, এছাড়াও এ পেয়েছে ৩১ জন, এ-১২ জন, বি ২জন, সি ১ জনসহ মোট ৫০ জন শিক্ষার্থী পাস করেছে।
হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় শত ভাগ শিক্ষার্থী পাস করায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, মাদ্রাসা গভর্নিং বডি শিক্ষার্থীরা মাদ্রাসার সাফল্য ও উন্নতি কামনা করেছেন।

 

পাঠকের মতামত: