ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে আটক বখাটের এক বছরের সাজা

14034804_280414768998350_7688582199950517276_nচকরিয়া অফিস:

চকরিয়ায় ইভটিজিং করার দায়ে এক বখাটে যুবককে আটক করে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ১৭ আগষ্ট  বুধবার দুপুরে চকরিয়ার ভ্রাম্যমান আদালতের দায়িত্বে নিয়োজিত ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল করিম এ সাজা দেয়। সাজা প্রাপ্ত বখাটে যুবক কফিল উদ্দিন (২২)। সে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ফুলতলি গ্রামের শামসুল আলমের পুত্র ও পেশায় দর্জি বলে জানা গেছে ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, চকরিয়া পৌরসভার ফ্রি ক্যাডেট গ্রামের স্কুলে দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত ইভটিজিং করতো কফিল উদ্দিন। আজ বুধবার সকাল ১১ টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কোরক বিদ্যাপীঠের সামনে পৌছলে আবারও ইভটিজিং করার সময় এলাকাবাসী ওই যুবককে আটক করে।  চকরিয়া থানায় খবর দিলে থানার এস আই মাহির উদ্দিন ওই যুবককে আটক করে। উপজেলা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেন। এদিকে একই দিন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট থানা সড়কের ভরামুহুরী ও রামপুর এলাকায় তিনটি রাইচ মিলে চটের বস্তার বদলে পালাষ্টিকের বস্তা চাল ভর্তি করায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করে। থানা সেন্টারের আল মদিনা রাইচ মিলের মালিক নুরুল ইসলামের কাছ থেকে ২০হাজার টাকা, রামপুরের হাজী আবদুর রহমানের মালিকাধীন রাইচ মিল থেকে ৫ হাজার ও কামরুল আনোয়ারের মালিকাধীন রাইচ মিল আল মক্কাকে ৫হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাহাবুব উল করিম।

পাঠকের মতামত: