ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

খুটাখালীতে ফুটবল খেলায় সংঘর্ষ আহত- ৬

ahotaসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার ) :

চকরিয়া উপজেলার খুটাখালী পূর্বপাড়া টাইগার ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিতর্কিত গোল দেয়াকে কেন্দ্র করে খেলোয়ার্ড ও আয়োজকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কম বেশি ৬ জন গুরুত্বর আহত হয়েছে। সোমবার ১৫ আগষ্ট বিকেলে ইউনিয়নের কিশলয় পাহাড়িকা ষ্টেডিয়ামে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে টাইগার ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আয়োজিত সোমবার সেগুন বাগিচা ফুটবল একাডেমি বনাম তমিজিয়া মাদ্রাসার মধ্যকার ম্যাচ চলাকালিন একটি গোল হয়। গোলটি বিতর্কিত হওয়ায় অভিযোগ তুলেন সেগুন বাগিচা ফুটবল একাডেমির খেলোয়াড়রা। এসময় খেলোয়ার্ড়দের সাথে পরিচালনা কমিটির বাকবিতন্ডা হলে কমিটির লোকজন খেলোয়াড়দের মারধর করেন। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। সেগুন বাগিচা ফুটবল একাডেমির টিম ম্যানেজার শরিফ জানান, বিতর্কিত গোল দেয়াকে কেন্দ্র করে টাইগার ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্ণাম্যান্ট কমিটির ইব্রাহীম, আবুল হোছন, সিরাজ, মুসা, নাছির, রুবেলসহ প্রায় ৭/৮ জন লোক তাদের খেলোয়াড়দেরকে মারধর করেন। এতে আহতরা হলেন মিজান, শরিফ, রমিজ, ইকবাল, ওমর সানি ও ছোটন। তাদের মধ্যে বেশ কজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

পাঠকের মতামত: