ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি -চকরিয়ায় সালাহউদ্দিন সিআইপি

Chakaria Picture 15-08-2016চকরিয়া অফিস:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল ১৫আগষ্ট ফাশিয়াখালী ভেন্ডিবাজারে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারে শহিদ হন। দেশি-বিদেশি চক্রান্তের সামনেও বঙ্গবন্ধু ছিলেন নির্ভীক। নিজের জীবনের জন্য তিনি কখনো ভীত ছিলেন না। তিনি বাংলার মানুষকে অনেক ভালোবাসতেন আর তাই নিজের জীবন দিয়ে ভালোবাসার মূল্য দিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু গতিশীল, সাহসী ও ঐন্দ্রজালিক নেতৃত্বে এই ভূ-খন্ডের মানুষ হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। আমরা পেয়েছিলাম নিজস্ব জাতি রাষ্ট্র, গর্বিত আত্মপরিচয়। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। কিন্তু বর্তমান সরকারকে একটি মহল বেকায়দায় ফেলতে নতুন করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জিহাদ ঘোষণা করেছেন। তাই ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদেও বিরুদ্ধে সকলকে রূকে দাড়াতে হবে। চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শোক দিবস পালন কমিটির আহবায়ক গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা কামরুউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, সাবেক যুগ্ম আহবায়ক এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, সহ-সভাপতি এমআর চৌধুরী, সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: মীর আহমদ, অর্থ সম্পাদক বদরুদ্দোজা, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদ, সরওয়ার উদ্দিন, নুরুল কবির মেম্বার, চিরিঙ্গা ইউনিয়ন সভাপতি অধ্যক্ষ আবদুল কাইয়ুম, বমুবিলছড়ির সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, লক্ষ্যারচরের সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব বুলেট, কৃষকলীগ নেতা কাজল, ফাঁশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, নুরুল আবছার, স্বেচ্ছাসেবকরীগ নেতা মহিউদ্দিন, মহিউদ্দিন মেম্বার, সেলিম বাহাদুর, আবদুছ সালাম মাষ্টার, ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা হিমু, সবুজ। ওইদিন সকালে কোরআনখানি ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পাঠকের মতামত: