ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Pic-Chakaria-Jatio-Shok-Rally_1নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় শোক র‌্যালির মধ্যদিয়ে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম। র‌্যালির সাথে সাথে শুরু হয় শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা।

আজ সোমবার ১৫আগস্ট সকাল সাড়ে ৯টায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন স্থানীয় এমপি হাজী মৌলভী মোহাম্মদ ইলিয়াছ।

বিশাল র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম, চকরিয়া থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথিসহ আওয়ামী অংগ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।

পাঠকের মতামত: