ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Hazrat fatimaনিজস্ব প্রতিবেদক, চকরিয়া নিউজ ::::

চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদরাসায় আজ ১৫ আগষ্ট, ২০১৬ইং রোজ সোমবার সকাল ১০ঘটিকায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিস্তারিত কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ্-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা রাখেন অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি  গোলাম মাওলা ও অত্র মাদরাসার আরবী প্রভাষক  মোহাম্মদ জাফর আলম, জন্নাতুল ফেরদৌস এবং অন্যান্য শিক্ষকদের মধ্যে রশিদ আহমদ আজিজি, জুনাইদ ফরাজী, জসিম উদ্দীন, মোহাম্মদ নুরুল কাদের, জয়নব আক্তার রুনু, আবু হেনা মোস্তফা কামাল, মঈন উদ্দীন, সালেহা সুলতানা, আব্দুল মালেক, শাহ জাহান ইকবাল, শফিকুর রহমান, নুরুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য সকল শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অত্র মাদ্রাসার অধ্যক্ষ  মোহাম্মদ কবির হোছাইন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সর্বশেষে অধ্যক্ষ সাহেব স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মুনজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকের মতামত: