ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চকরিয়া জমজম হাসপাতালের নতুন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শওকত ওসমান

Copy of Zam Zam Pic 03Dr S Osman 14.08.2016Copy of Dr S Osman 14.08.2016সংবাদ বিজ্ঞপ্তি ::

প্রখ্যাত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার এস এম শওকত ওসমান চকরিয়া জমজম হাসপাতালের ব্যব¯’াপনা পরিচালক নির্বাচিত হয়েছেন। গত শনিবার জমজম হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস এর সভায় পরিচালকগণ তাঁকে ব্যব¯’াপনা পরিচালক(এমডি) নির্বাচিত করেন। হাসপাতাল ও বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান প্রফেসর (ডাঃ) মাহবুব কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় হাসপাতালের সার্বিক পরি¯ি’তি বিবেচনা করে বিশেষ করে হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষে ব্যব¯’াপনা পরিচালক পদে পরিবর্তন আনেন। এদিকে হাসপাতালের প্রধান নির্বাহী পদে একজন পেশাদার প্রখ্যাত চিকিৎসককে দায়িত্ব দেয়ায় জমজম হাসপাতালের সাধারণ শেয়ারহোল্ডার, কর্মরত ডাক্তার নার্সসহ সব শ্রেণির স্টাফরা স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, ডাক্তার শওকত ওসমান ২০১০ সাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান ও গলা রোগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই সাথে জমজম এর ভাইস চেয়ারম্যান। তিনি চকরিয়ার কৃতি সন্তান। কৈয়ারবিল আব্বাস আহমদ চৌধুরী (আব্বাস মিয়া) তাঁর গর্বিত পিতা। চকরিয়া কক্সবাজার বিশেষ করে চট্টগ্রাম শহরে তথা বৃহত্তর চট্টগ্রামে একজন বিশেষজ্ঞ নাক কান ও গলা রোগের চিকিৎসক হিসেবে তাঁর সুনাম ঈর্ষণিয়। জমজম হাসপাতালের সকল শেয়ার হোল্ডারগণ তাঁর সুস্বা¯’্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।

পাঠকের মতামত: