ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বরইতলী শান্তিবাজা ছড়ারপূর্বকুল সড়ক দুর্বৃত্তরা কেটে দেয়ায় জনদূর্ভোগ চরমে

cnচকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার এলাকায় একদল দূর্বৃত্তরা ছড়ারপূর্বকুল (এলজিইডি) সড়ক কেটে দেওয়ায় হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সড়ক কেটে দেওয়ায় রবইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাপিত পাড়া, মিয়াজি পাড়া, পাহাড়তলী পাড়া ও মুহাম্মদ নগরসহ ৮/১০টি গ্রামের প্রায় ২০/২৫ হাজার মানুষের একমাত্র চলাচলের পথটি বন্ধ হয়ে গেছে।
অভিযোগে জানা গেছে, পাশ্চবর্তী চুইত্তর বিলে পানি ডুকিয়ে জমি ভরাট ও মাছ ধরার জন্য এক প্রভাবশালীর নির্দেশে গতকাল ৯ আগষ্ট গভীর রাতে অস্ত্র-শস্ত্র নিয়ে ৬/৭ জনের একদল দুর্বৃত্ত এলজিইডি নির্মিত সড়কটি কেটে দিয়েছে। ফলে সোনাইছড়ি খালের বন্যার পানি প্রবেশ করায় নাপিতপাড়াসহ কয়েকটি পাড়ার অর্ধ শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী। সড়ক কেটে দেয়ায় এলাকার খেটে খাওয়া মানুষ গুলো গত ২দিন ধরে রাশের সাকোঁ বানিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও চুইত্তর বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় ৪০ একরের মতো জমিতে চাষাবাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ ব্যাপারে বরইতলী ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার মো: ইকবাল কবির খোকার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯আগষ্ট গভীর রাতে একদল দুর্বৃত্ত এলজিইডি নির্মিত সড়কটি কেটে দিয়ে বিলে পানি ডুকিয়েছে। বাড়িঘর সহ স্থানীয় এলাকাবাসীর ব্যাপক ক্ষতির আশংকা করছে তিনি। এলাকাবাসী দুবর্ৃৃত্ত কতৃক কেটে দেয়া সড়কটি নির্মাণ ও দুর্বৃত্তের শাস্তির দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত: