ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফজিলাতুন্নেছা কালজয়ী এক মহানায়কের সাহস ও অনুপ্রেরণাদাত্রী -চকরিয়া আ’লীগ

mচকরিয়া অফিস:

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাগির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ৮ জুলাই বিকালে ফাঁসিয়াখালী ভেন্ডি বাজারস্থ আপন কমিউিনিটি সেন্টার প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ৯০দশকের স্বৈরচার বিরোধী ছাত্রগণ আন্দেলনের সাবেক ছাত্রনেতা সরওয়ার আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগে সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এম. আর চৌধুরী, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি ছৈয়দ আলম কমিশনার, সদস্য সচিব ফজলুল করিম সাঈদী কমিশনার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাউল হক, সদস্য ছৈয়দ নুর মেম্বার, বমুবিলছড়ি আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল কাইয়ুম, লক্ষ্যারচর জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি আবছার উদ্দিন মাহমুদ, কৈয়ারবিল আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, কৈয়ারবিল জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি জঙ্গিবাদ জাফর আলম সিকদার, ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন মেম্বার নুরুল আবছার ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন। ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম স্বাধীনতা যুদ্ধে ও আওয়ামীলীগে বঙ্গমাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করে বলেন; নিরন্তন সংগ্রামের মধ্যদিয়ে মানুষ ইতিহাস সৃষ্টি করে, সেই ইতিহাসের নেপথ্যে অনেক কালজয়ী কিংবদন্তিতুল্য নেতৃত্ব প্রতিষ্টিত হয়। ছাত্রলীগের অভ্যন্তরে যে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল, সেই নিউক্লিয়াসের যারা নেতৃত্ব দিয়েছিলেন, ওই ছাত্র ও তরুন সমাজের সর্বাত্মক প্রেরণার উৎস স্থল ছিল বেগম ফজিলাতুন্নেছা মুজিব। ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন কালজয়ী এক মহানায়কের সাহস ও অনুপ্রেরনাদাত্রী। এই মহিয়সী নারীর বাঙালীর মুক্তি সংগ্রামে, বঙ্গবন্ধু পতœী হিসাবে নয়, মাননীয় প্রধানমন্ত্রীর মাতা হিসাবে নয়, যিনি ধুপের মত নিজেকে বিলিয়ে দিয়ে বাঙ্গালীর স্বাধীকারে অবদান রেখে, বঙ্গবন্ধুকে হিমালয়ের মত মহানায়কের আসনে অধিষ্টিত করেছেন। সময়ে ইতিহাস বিবেচনা করবে ফজিলাতুন্নেছা মুজিবের আতœদান। ##

পাঠকের মতামত: