ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মার্কিন সেনাদের অস্ত্র দখলের দাবি আইএসের

s6আফগানিস্তানে মার্কিন সেনাদের অস্ত্র দখলের দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটি শনিবার অনলাইনে সামরিক যন্ত্রপাতি ও অস্ত্রের কয়েকটি ছবি প্রকাশ করে।

ছবিতে আমেরিকায় তৈরি বহনযোগ্য রকেট লঞ্চার, রেডিও এবং গ্রেনেড দেখা যায়, যেগুলো আফগান সেনারা সাধারণত ব্যবহার করে না।

সেইসঙ্গে একটি সামরিক পরিচয়পত্রের ছবিও প্রকাশ করা হয়, যেটায় লেখা ‘স্পেশালিস্ট রায়ান লারসন’।

যদিও কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সেনা অপরহণ হওয়ার খবর অস্বীকার করে বলা হয়েছে, রায়ান লারসন উপস্থিত আছেন এবং তিনি নিজের ইউনিটের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

নানগারহার প্রদেশে আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করা জঙ্গিদের সঙ্গে আফগান বাহিনীর লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স লড়াইয়ে আফগান বাহিনীকে সহায়তা করছে।

 

পাঠকের মতামত: