ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় হামলায় আহত পাওয়ার টিলার চালকের মৃত্যু

nihotচকরিয়া  প্রতিনিধি :::

কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালীর রাবার ড্যাম এলাকায় ভাড়াটের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় ঘটনার সাতদিন পর মারা গেছেন পাওয়ার টিলার চালক মো. কমর উদ্দিন (৪৫)।  মঙ্গলবার সকাল দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। কমর উদ্দিন পুরুত্যাখালী গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র।

নিহত কমর উদ্দিনের ছোটভাই ছরওয়ার উদ্দিন জানান, গত ২৬ জুলাই সকালে হামলায় গুরুতর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে প্রেরণ করা হয় ৩০ জুলাই। কিন্তু  আজ  মঙ্গলবার সকাল দশটার দিকে তিনি মারা যান। তুচ্ছ ঘটনার জের ধরে পাওয়ার টিলার ভাড়া নেওয়া স্থানীয় আনোয়ার হোছাইনের নেতৃত্বে একদল লোক এই হামলা চালায়।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘হামলায় আহত পাওয়ার টিলার চালক কমর উদ্দিন আজ  সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

পাঠকের মতামত: