ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ: বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী পালনের সিন্ধান্ত

dddচকরিয়া অফিস:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচী পালনের সিন্ধান্ত নিয়েছেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ। গতকাল সোমবার বিকাল তিনটায় ভরামুহুরীস্থ দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিন্ধান্ত ছাড়াও ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী শোক দিবস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা, মসজিদ, মন্দির ও প্যাগুড়ায় বিশেষ প্রার্থনা এবং দুস্থদের জন্য কাঙ্গালীভোজের ব্যবস্থা করা হবে। বর্ধিত সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নিরবতা পালন করে পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মানিক, বশির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার সুশীল, কাউন্সিলর রেজাউল করিম, সেলিম সিকদার লিটন, ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক আরিফ মাঈনুদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন বিজু, সাংস্কৃতিক সম্পাদক ঈমাম হোছাইন, যুব ও ক্রীড়া সম্পাদক শের আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডা: আসাদুল হক, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদকব জমির উদ্দিন বাবলু, বন ও পরিবেশ সম্পাদক বাবুল বড়–য়া, অর্থ সম্পাদক আলফাজ উদ্দিন শরীফ, পৌর কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌর সদস্য গিয়াস উদ্দিন, মিফতাব উদ্দিন চৌধুরী, বাবু মিয়া, রশিদ আহমদ, মো: জকরিয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর আলম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাগু সওদাগর, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির কমিশনার, সাধারণ সম্পাদক ওমর হামজা ফারুক, মো: হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছফুর আলম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রতন কুমার চৌধুরী, সাইফুল ইসলাম আজম, মহিউদ্দিন, নেজাম উদ্দিন, বেলাল উদ্দিন, জালাল উদ্দিন, যুবলীগ নেতা ইলিয়াছ ও নাছির উদ্দিন।

পাঠকের মতামত: