ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ডুলাহাজারা ডিগ্রী কলেজে সস্ত্রাস,জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন ও র‌্যালী সমাবেশ

েোাডুলাহাজারা প্রতিনিধি  ।।

সস্ত্রাস, জঙ্গীবাদ দেশ ও জাতীর শত্রু। এদেরকে প্রতিহত করতে আমাদের এখন থেকে সচেতন হতে হবে। ডুলাহাজারা ডিগ্রী কলেজের উদ্দ্যোগে আয়োজিত সস্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী শিক্ষার্থীদের এক মানব বন্ধন ও র‌্যালী সমাবেশে চকরিয়ার-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ইলিয়াছ প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। বাংলাদেশের গুলশান, শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গিবাদরা হামলা চালিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়েছিল। এ চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। সস্ত্রাস,জঙ্গীবাদ দেশ ওজাতীর শত্রু। এক শ্রেণীর লোক এ দেশের মেধা সম্পন্ন উচ্চ শিক্ষিত শিক্ষার্থীদের র্টাগেট করে কৌশলে জঙ্গিবাদের উত্যাদের অধিনে নিয়ে প্রশিক্ষনের মাধ্যমে এ দেশকে ধ্বংস করার জন্য অত্যাধুনিক অস্ত্র তুলে দিচ্ছে। আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের এ সব লোকদের কাছ থেকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশানায় মেধা সম্পন্ন আইন শৃঙখলা বাহিনী সম্প্রতি কল্যানপুরের একটি জঙ্গি আস্তনা ঘেরাও করে ৯ জঙ্গিকে হত্যা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্বার করতে সক্ষম হয়েছে। যার ফলে সস্ত্রাসীদের মেরুদন্ড বেঙে গেছে। এমন কি সস্ত্রাস,জঙ্গীবাদ দের ঘৃণা করতে হবে। এদেরকে চিহৃত করে এ সব অপরাধীদের আইন শৃঙখলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এরা দেশও জাতীর শত্রু। এরা দেশের জন্য অমঙ্গল জনক। তাই এ সব সস্ত্রাসী ও জঙ্গিবাদের উৎখাত করতে দেশ ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ সমাজের সচেতন সমাজ মিছিল, মিটিং, র‌্যালী ও সমাবেশ অব্যাহত রেখেছে। তারই ধারা বাহিকথায় আজ ১আগষ্ট সকাল ১০টায় ডুলাহাজারা কলেজের উদ্যোগে আয়োজিত সস্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল,র‌্যালী ও সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ আলহাজ্ব ইলিয়াছ উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় র‌্যালীর অগ্রবাগে নেতৃত্বে ছিলেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী, কলেজ পরিচালানা কমিটির সদস্য ছলিম উল্লাহ, শওকত আলী, কলেজ প্রতিষ্টার সদস্য আব্দুল মতলব সিকদার, অধ্যাপক জিকু,ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সোলায়মান মেম্বার, শওকত মেম্বার, ফখরু উদ্দীন মেম্বার, ফরিদ মেম্বার,রহমানিয়ার দাখিল মাদ্রাসার সুপার মহি উদ্দীন।

পাঠকের মতামত: